রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ কেন্দ্রে দুই ব্যক্তি ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধ করতে আসা একটি দলের ওপর গুলি চালায় বলে জানিয়েছে বার্তাসংস্থা আরআইএ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক।
বিবিসি জানিয়েছে, ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলের ঘটনায় ওই হামলাকারীকেও গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।
এতে আরও বলা হয়, হামলার কারণে ১১ জন মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত আরও ১৫ জনকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।