ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শহরের পলিটেকনিক মাঠে আজ শনিবার বেলা ২টার দিকে এ সমাবেশ শুরু হয়। বেলা সোয়া ২টার দিকে সমাবেশ মঞ্চে ওঠেন সমাবেশের প্রধান অতিথি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করছেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।
ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ বিএনপির নেতাকর্মীরা সমাবেশ উপস্থিত হয়েছেন। তবে সমাবেশে আসতে তাদের বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগে বিএনপি নেতাকর্মীদের।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, সমাবেশে সংঘাত এড়াতে নগরী জুড়ে ছয় শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে আজ শনিবার এই বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এদিকে, বিএনপির সমাবেশ উপলক্ষে ময়মনসিংহের বিভিন্ন বিভাগে চলছে অঘোষিত হরতাল। আওয়ামী লীগ নেতাকর্মীরাও যান চলাচল বন্ধ করে দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।