কক্সবাজারের টেকনাফের জইল্ল্যার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ আছমত উল্লাহ (২৫) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি কাঠের নৌকাও জব্দ করা হয়েছে। আটককৃত আছমত উল্লাহ মিয়ানমার মংডু এলাকার বাসিন্দা। ইয়াবাসহ আটক ব্যাক্তিকে থানায় সোর্পদ করে উদ্ধার নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানান, বুধবার ভোর রাতে কেরুনতরী স্থল বন্দর সংলগ্ন জইল্ল্যা দ্বীপের নাফনদী এলাকা দিয়ে ইয়াবার চালান আসার খবর পেয়ে বিজিবির একটি টিম ওই এলাকায় অবস্থান করে। পরে জইল্ল্যা দ্বীপ নাফনদী এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকাসহ ওই মিয়ানমার নাগরিককে আটক করা হয়। আটক ব্যাক্তির স্বীকারুক্তি মতে জব্দকৃত নৌকার তক্তার নিচ থেকে পলিথিন মোড়ানো একটি ইয়াবার প্যাকেট উদ্ধার করে। ওই প্যাকেটে ২৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার মুল্যে ৭৫ লাখ টাকা বলে জানান তিনি।