হাতীবান্ধায় ছাত্রলীগ-বিএনপির সংর্ঘষে পুলিশসহ আহত ৬

Slider রাজনীতি

লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগের সঙ্গে বিএনপি’র দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ ছাত্রলীগ ও বিএনপি’র ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিয়ে হাতীবান্ধা তেল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা উপজেলা বিএনপি অফিসে আলোচনা সভা শেষে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে নেতাকর্মীরা মেডিকেল মোড় এলাকায় যাওয়ার চেষ্টা করেছিল। এ সময় ছাত্রলীগের বাধার মুখে পিছু হটতে হয় তাদের। পরে পেছন থেকে ছাত্রলীগ তাদের ধাওয়া করে।

এ সময় বিএনপি’র নেতাকর্মীরা পিছু হটে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থান নেয়। সেখানেও আসে বাধা। এরপর বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এলাকাটি ত্যাগ করেন। মুহূর্তের মধ্যে পাল্টে যায় দৃশ্যপট। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংর্ঘষে জড়িয়ে পড়েন।

ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন হাতীবান্ধা থানা পুলিশের উপপরিদর্শক মহিদুল ইসলাম। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীরা একে অপরকে দায়ী করেছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এতে পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *