আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিশ্ব দৃষ্টি দিবস। বিশ্বজুড়ে দৃষ্টি সম্পর্কে সচেতনতার জন্য প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবারকে দৃষ্টি দিবস হিসেবে পালন করা হয়। চোখের বিকলতা ও অন্ধত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই আজকের দিবস পালনের উদ্দেশ্য।
চোখের যত্ন নেয়ার জন্য জনসচেতনতা তৈরিতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি পালন করছেন চক্ষু বিশেষজ্ঞরা।
চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, প্রধানত ৭টি কারণে মানুষ অন্ধ হয়। সেগুলো হলো- বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন, গ্লুকোমা, চোখের ছানি, যা প্রতিরোধযোগ্য, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলেও অন্ধত্ব হয়, আঘাতজনিত কারণ, ট্রাকোমা ও ভিটামিনের অভাব।
এক সময় ভিটামিন ‘এ’ এর অভাবে দেশে অনেকেই অন্ধত্ব বরণ করত। তবে, ন্যাশনাল আই কেয়ারের ইপিআই কর্মসূচির মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সরবরাহ করায় রাতকানা রোগের প্রকোপ অনেক কমে গেছে।