সংঘর্ষের জেরে বিএম কলেজের হিন্দু হোস্টেল বন্ধ ঘোষণা

শিক্ষা

বরিশাল অফিস : বরিশাল নগরীর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের হিন্দু হোস্টেল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেল ৫টায় ওই হলে থাকা শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হোস্টেলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হওয়াতে এবং এর নিরসন না হওয়া পর্যন্ত আদশ বলবৎ থাকবে বলে কলেজ অধ্যক্ষ মো. ফজলুল হক জানিয়েছেন।

অধ্যক্ষ আরও জানান, হিন্দু হোস্টেলে সিট দখল নিয়ে দুই দল ছাত্রের মধ্যে সোমবার রাত ৯টায় সংঘর্ষ হয়েছিল। আহত অবস্থায় চিকিৎসার জন্য সুমন এবং মনি শঙ্করকে শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অধ্যক্ষ জানান, ঘটনার পর থেকে এ নিয়ে উত্তেজনা থাকায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। তবে আজও উত্তেজনা থাকায় সংঘাত এড়াতে হিন্দু হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরিস্থিতি শান্ত হলে বুধবার হোস্টেল ফের খুলে দেওয়া হবে বলে অধ্যক্ষ ফজলুল হক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *