মাহমুদউল্লাহকে টপকে সর্বোচ্চ রানের মালিক সাকিব

Slider খেলা


টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হলেন অধিনায়ক সাকিব আল হাসান। আজ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলে বাংলাদেশের পক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান সাকিব। ফলে পেছনে পড়ে যান সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

১০৩ ম্যাচের ১০২ ইনিংসে সাকিবের রান এখন ২ হাজার ১৩১। ১২১ ম্যাচের ১১৩ ইনিংসে ২ হাজার ১২২ রান মাহমুদউল্লাহর। সাকিবের ১১টি ও মাহমুদউল্লাহর ৬টি হাফ-সেঞ্চুরি আছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে সাকিবের রান ছিল ২ হাজার ৬১ রান। মাহমুদউল্লাহকে টপকাতে ৬২ রান দরকার ছিল সাকিবের।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে ৬২ রানে পৌছে দেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন সাকিব। শেষ পর্যন্ত ৮টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৭০ রান করেন সাকিব।

বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান সাবেক ক্রিকেটার তামিম ইকবালের। ৭৪ ম্যাচের ৭৪ ইনিংসে ১ হাজার ৭০১ রান করেছেন তামিম। ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি আছে তামিমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *