গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

Slider জাতীয়


গাইবান্ধা-৫ ফুলছড়ি সাঘাটা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (১২ অক্টোবর) সকাল ৮ টা থেকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়।

মঙ্গলবার ফুলছড়ি ও সাঘাটা নির্বাচন অফিস থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। ১শ’ ৪৫টি ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে হবে এই উপ-নির্বাচন। একশ ৩৫টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন।

এদিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বলে আশা প্রার্থীদের।
গত জুলাই মাসে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজরে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *