মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে এক শিশুকে (৩) কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১০ অক্টোবর) ওই ইউনিয়নের বেথুলিয়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু একই উপজেলার হিরু মোল্যার মেয়ে হিরা।
হিরার বাবা হিরু মোল্যা বলেন, আমার ভাইদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরে হিরাকে কুপিয়ে খুন করা হয়েছে।
নিহত শিশুর মা বন্যা খাতুন বলেন, সোমবার সন্ধ্যায় হিরাকে ভাত খাওয়াচ্ছিলাম। এরই মধ্যে ঘরের পাশে টিউবওয়েলে পানি আনতে যাই। ফিরে এসে দেখি হিরা নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে ময়লার মধ্যে হিরার মরদেহ দেখতে পাই।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, সোমবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি আরও জানান, হিরু মোল্যারা মোট পাঁচ ভাই। এ ঘটনার পর দুই ভাই ফারুক মোল্যা ও আলীম মোল্যাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকি দুই ভাই ঘটনার পর থেকে পলাতক।