আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন অনুসারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করার সুযোগ নেই।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত। আইনের বিধান অনুসাতে তার নির্বাচনে বাধা রয়েছে। আইনে সুযোগ থাকে তবে তিনি নির্বাচন করতে পারবেন। আইন যদি তাকে সে সুযোগ না দেয়, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। তবে আমার মনে হয় তিনি নির্বাচন করতে পারবেন না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত। বিএনপির সেক্রেটারি অনেক দেশীয় আইন মানেন না। তাদের পক্ষে অনেক রকম কথা বলাটা অস্বাভাবিক নয়।
এ সময় তিনি সংবিধানের নির্বাচনে অযোগ্যতা সংক্রান্ত ৬৬নং অনুচ্ছেদ তুলে ধরেন।