কক্সবাজারের টেকনাফ উপজেলায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আব্দুর রহমান আবছার নামের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পালাতে গিয়ে মোহাম্মদ শরীফ (৩০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
আব্দুর রহমান ৮ নম্বর ওয়ার্ডের বড় ডেইল এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ একই এলাকার মৃত মো. সোনালীর ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে পানের বরজে কাজ করার সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের ওপর গুলি ছুড়ে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও আব্দুর রহমানকে নামে একজনকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতের গ্রেপ্তারে পাহাড়ি এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।