মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কালাগাঙ্গা ওরফে খোকন (৪২) নামের এক ডাকাত সরদার নিহত হয়েছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত আহত হয়েছেন। আহতরা হলেন- এস.আই রফিকুল ইসলাম, এস.আই কৃষœ পদ এবং কনস্টেবল মিনহাজ। ঘটনাস্থল থেকে একটি এলজি সাটারগান, তিনটি কার্তুজ ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। নিহত খোকন মেহেরপুর শহরের শিশু বাগান পাড়ার ভানু মন্ডলের ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে শহরের কলেজমোড় থেকে খোকনকে আটক করা হয়। পরে রাত তিনটির দিকে তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দ্বিনদত্ত ব্রিজের কাছে পৌঁছালে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় খোকন ডাকাত। পরে তাকে হাসপাতালে নেয়রার পথে তার মৃত্যু হয়। তার নামে মেহেরপুর সদর থানায় হত্যা ও ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে।