পাকিস্তানের ব্যাটিং লাইনে প্রথম আঘাত হেনেছেন মেহেদি হাসান মিরাজ। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান শুরুতে দৃঢ় জুটি গড়েছিলেন। তবে ম্যাচের অষ্টম ওভারে তাদের জুটি ভাঙেন মিরাজ। সুইপ করলে গিয়ে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ২৫ বলে ২২ রান করে প্যাভিলিওনে ফেরেন বাবর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১০ ওভারে এক উইকেটে ৭২ রান।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি২০ সিরিজে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। আজ ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু হয় এই সিরিজের। বাংলাদেশ সাকিব আল হাসানকে ছাড়াই খেলছে।
দুই দলে যারা রয়েছেন
বাংলাদেশ : সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসাইন, লিটন দাস, নুরুল হাসান (অধিনায়ক), ইয়াসির আলী, তাসকিন আহমদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, হায়দার আলী, ইফতিখার আহমদ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, শাহনাওয়াজ দাহানি।