খুঁটির জোর থাকলে বিএনপি বিদেশিদের দ্বারে দ্বারে যেত না: প্রধানমন্ত্রী

Slider জাতীয়

বিএনপির খুঁটির জোর থাকলে দলটি বিদেশিদের দ্বারে দ্বারে যেত না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপির তো খুঁটির জোর নেই। যদি সেটা থাকতো তাহলে তো তারা বিদেশিদের দ্বারে দ্বারে যেত না, ধরনা দিয়ে বেড়াতো না। জনগণ বিএনপিকে সবক্ষেত্রে প্রত্যাখ্যান করেছে। তারা কোন মুখ নিয়ে জনগণের কাছে ভোট চাইতে যাবে। আগুন দিয়ে মানুষ পোড়ানো, পেট্রলবোমা মারা, নাশকতা করে মানুষ খুন করেছে। এখন মানুষের কাছে ভোট চাইতে যাবে কোন মুখ নিয়ে। পারছে না বলেই বিদেশিদের পিছে পিছে ঘুরছে।’

আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে বলে দলটির নেতারা বলছেন- এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার কী ভাবছে? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। আমরা কিছু চাপিয়ে দিতে চাই না। তবে চাইব- সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।’

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনেক হুমকি দিচ্ছে। এটাই তো তাদের কাজ। যত উন্নয়নই হোক, বিরোধিতা করাটাই তাদের কাজ। তবুও তারা যদি শক্তিশালী হতো, তাহলে অনেক কিছুই হতে পারত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *