প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীর ঘরে ফিরে গেলেন দেবীদুর্গা। রাজধানীতে বিকেলে ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয়, বিজয়া শোভাযাত্রা।
বিজয়া দশমীতে আনন্দ শঙ্খের বাজনায় মাতোয়ারা ছিল প্রতিটি মণ্ডপ। ঢাক কাঁসরের বাদ্য আর শেষ দিনের অর্চনায় দেবী ভক্তরা মাতেন সিঁদুর খেলায়।
এরই মাঝে সকাল থেকেই বাজছিলো বিষাদের সুর। বিকেলের আগেই শেষ হয় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি।
রাজধানীর বিভিন্ন মন্ডপ থেকে প্রতিমা আসে ঢাকেশ্বরী মন্দিরে। বিকেলে ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয় বিজয়া শোভাযাত্রা। কেন্দ্রীয় শহীদ মিনার দোয়েল চত্বর হয়ে শোভাযাত্রা শেষ হয় পুরান ঢাকার ওয়াইজঘাটে গিয়ে।
কয়েক ঘণ্টায় বিসর্জন দেয়া হয় হাজার হাজার প্রতিমা। এ সময় নদীপাড়ে দেবীদুর্গাকে বিদায় জানাতে ভিড় জমান সনাতন ধর্মাবলম্বীরা।
নৌকায় বিদায়ের মূলমন্ত্র হলো ‘শস্যপূর্ণ বসুন্ধরা’। সেই বসুন্ধরাতেই ভক্তদের প্রার্থনা আগামী বছর দুর্গোৎসব হোক শান্তিময়, সুন্দর পৃথিবীতে।