ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় মাছ ধারার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে দগ্ধ হয়েছেন।
রোববার (২ অক্টোবর) রাত ১১টায় ঢাল চরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওদার নিশ্চিত করেছেন। এর আগে একই দিন রাত ৯টায় ঢালচরের চর নিজাম সংলগ্ন মেঘনা নদীর তিন চর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দগ্ধ জেলেদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।
দগ্ধ জেলেরা হলেন- চর নিজাম গ্রামের মজির উদ্দিনের ছেলে নুর আলম, রুস্তুম আলীর ছেলে হাবিব উল্লাহ ও নাসির মাঝির ছেলে মো. মঞ্জ।
ট্রলারে থাকা অপর জেলেরা জানান, রোববার রাতে তিন জেলে নদীতে জাল ফেলে রাতের খাবার রান্না কাজ করছিলেন। এ সময় হঠাৎ কিছু বুঝে উঠার আগেই তাদের রান্নার কাজে ব্যবহরিত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে। এতে তিন জেলে দগ্ধ হন।
তারা আরও জানান, দগ্ধ অবস্থায় তিন জেলেকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সিলিন্ডার বিস্ফোরণের কাছে থাকা জেলে নুর আলমের শরীরের বেশী অংশ পুড়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইয়াজ উদ্দিন খান জানান, দগ্ধ তিনজনের মধ্যে নুর আলম নামের একজনের অবস্থা খুবই সংকটাপন্ন। তার শরীরের প্রায় এক তৃতীয়াংশ পুড়ে গেছে। অপর দুই জনের শরীরের প্রায় ২০ ভাগেই অগ্নিদাহের ক্ষত রয়েছে।
ঢাল চরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওদার জানান, দগ্ধ তিন জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধ জেলেদের মধ্যে নুর আলম নামের একজন জেলের অবস্থা খুবই সংকটাপন্ন।
এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, এ খবর জেলেদের পক্ষ থেকে কেউ জানায়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।