লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের আমানী লক্ষ্মীপুর এলাকায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মামুনুর রশিদকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মামুনুর রশিদ একই উপজেলার আমানী লক্ষ্মীপুর গ্রামের আবু তৈয়বের ছেলে। পুলিশ জানায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে মামুনুর রশিদ আমানী লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় বাড়ির পাশে পৌঁছলে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা মামুনুর রশিদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে মামুনের রশিদের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মামুন রাত সাড়ে বারোটায় মারা যায়। নিহতের ভাগিনা মাসুদ আলম ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু জানান, নিহত মামুন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা ছিল। তাকে পাখির মত গুলি করে হত্যা করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবির জানান, মামুন চাটখিলের কাউছার ও ওদুদ বাহিনীর সন্ত্রাসীদের সঙ্গে এলাকায় সন্ত্রাসী কর্মকা- শুরু করেছিলো। ধারণা করা হচ্ছে নিজেদের আভ্যন্তরিণ কোন্দলে সে খুন হয়েছে। লাশের ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।