সাভার পৌরসভায় টেন্ডারবাজি করতে গিয়ে অস্ত্রসহ দুই যুবলীগকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন ওসমান গণি রাসেল (২৫) ও মোহাম্মদ ইব্রাহিম (২৮)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি। সাভার পৌরসভায় ৫২টি কাজের মধ্যে ১১টি উন্নয়নমূূলক ও বাকিগুলো রাজস্ব খাতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার কাজের দরপত্র জমা দেয়ার শেষদিন ছিল সোমবার।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, পৌরসভায় টেন্ডার জমা দেয়ার শেষদিন টেন্ডারবাজি করার সময় অস্ত্রসহ রাসেল ও তার সহযোগী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। তবে তারা কার পক্ষে টেন্ডারবাজি করতে এসেছিল তা জিজ্ঞাসাবাদ করে বের করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।