ব্যাটিং বিপর্যয়ে বাংলদেশ : আজ ‘মাহমুদুল্লাহ’ হবেন কে!

Slider খেলা


আসন্ন টি-টোয়ান্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজ খেলছেন বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে সোহানের দল। চিরচেনা সেই দলটির নেই কোনো পরিবর্তন। আজও ব্যাটিং বিপর্যয়ে টাইগারবাহিনী। অর্ধশত পার না হতেই হারাতে হয়েছে ৪ উইকেট।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৭ রান। আফিফ হোসেন খেলছেন ৩৫ আর নুরুল হাসান সোহান খেলছেন ০ রানে।

এমন সমীকরণে বাংলাদেশের হয়ে অনেক ম্যাচই দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছেন মাহমুদুল্লাহ। আজকে তার দায়িত্বে কে এগিয়ে আসবে! ব্যাটিং বিপর্যয়ের দিনে এমন শঙ্কা টাইগার সমর্থকদের মনে।

রোববার সংযুক্ত আরব আমিরাতের সিরিজের প্রথম ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়। টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আরব আমিরাতের অধিনায়ক চুনদাঙ্গাপৌলি রিজওয়ান। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এই সিরিজের নেতৃত্বে নুরুল হাসান সোহান।

টসে হেরে শুরুতে সাব্বির হোসেনের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১১ রান হলেও ব্যক্তিগত শূন্য রানে ফেরেন টাইগার হিটার সাব্বির।

দ্বিতীয় ওভারে সাব্বিরের পর তৃতীয় ওভারে ফেরেন লিটন দাস। ২ ওভার ৫ বলে ফেরেন তিনি। ৮ বলে ৩ চারে তার সংগ্রহ ১৩ রান।

দলীয় ৩৫ রানে ফেরেন আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজ। জাওয়ার ফরিদের বলে তার হাতেই তালু বন্দি হন মিরাজ। তার সংগ্রহ ১৪ বল খেলে ১২ রান।

ব্যটিং ব্যর্থ হয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বিও। তিনি খেলেছেন মাত্র ৭ বল। কার্তিক মেইয়াপানের করা বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

মন্থর গতিতে ব্যটিং চালিয়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টায় ব্যর্থ মোসাদ্দেক হোসেন। তিনি ফেরেন ব্যক্তিগত ৩ রানে।

বাংলাদেশ একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), আফিফ হোসেন, লিটন দাস, সাব্বির রহমান, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন।

আরব আমিরাত একাদশ : চুনদাঙ্গাপৌলি রিজওয়ান (অধিনায়ক), মুহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, ভৃত্য অরবিন্দ, আরিয়ান লাকরা, বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, আইয়ান আফজাল খান, কার্তিক মেইয়াপান, জুনাইদ সিদ্দিক, সাবির আলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *