প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশন থেকে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়কে পুরস্কারের অর্থ প্রদান করবেন। খেলোয়াড়দের ঘরের প্রয়োজনে তিনি ঘরও দেবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের অবস্থা খোঁজার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব।
এর আগে বুধবার বাংলাদেশ দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য বাড়ি তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী।