গাজীপুর: পূর্ব শত্রুতার জের ধরে গাজীপুরের শ্রীপুরে অবলা প্রাণী ছাগলের সঙ্গে নিষ্ঠুর নির্মমতা চালিয়ে এক পাষণ্ড। নির্মমতার শিকার হয়ে ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার সকালে মারা গেছে একটি ছাগল। নির্বিচার প্রহারে ধুঁকছে ওই পালের আরো ৪টি ছাগল।
শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বর্বরতার শিকার ছাগলগুলোর মালিক মুক্তিযোদ্ধা আবদুল কাদির।
পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা উল্লেখ করে আবদুল কাদির বলেন, ‘প্রতিবেশি বখাটে আবুল বাশার ছিচকে চুরি, মাদক সেবন থেকে শুরু করে নানা অপকর্ম করে আসছিল। আমার মালিকানাধীন জমিও জবরদখলের চেষ্টা চালায় সে। এসব কাজে তাকে বাধা দেয়ায় অনেকদিন থেকেই সে শত্রুতাপোষণ করে আসছি। বিভিন্ন সময়ে আমাকে হত্যার হুমকিও দিয়েছে।’
তিনি বলেন, ‘গত মঙ্গলবার (১২ মে) বিকেলে আমার বাড়ির পাশের ক্ষেতে ৫টি ছাগল বাধা ছিল। একপর্যায়ে বাশার লাঠি হাতে বেঁধে রাখা ছাগলগুলোকে নির্বিচার মারধর করে। আজ (শনিবার) একটি ছাগল মারা যায়। আরো ৪টি ছাগল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’
এবিষয়ে বাশারকে জিজ্ঞেস করলে সে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জাহিদ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।