চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার নাপোড়া গ্রামে বজ্রপাতে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ মোবারক(৮) ও তার ছোট বোন জান্নাতুল বকেয়া(৬)। তারা নাপোড়া গ্রামের পূর্ব চালিয়া পাড়ার বাসিন্দা নুরুল আমিনের সন্তান।
পুলিশ ও স্থনীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টা থেকে ওই এলাকায় ঝড়ো হাওয়া শুরু হলে বাড়ির সামনে আম কুড়াতে যায় দুই শিশু। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, বৃষ্টির সঙ্গে তুমুল ঝড়ো হাওয়া বইছিল। এসময় আম কুড়াতে গিয়ে দুই শিশু বজ্রপাতে নিহত হন।