সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। এশিয়া কাপ শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এই ক্রিকেটার। এবার বেশ বাজে রকমের চোটে পড়েছেন এই ক্রিকেটার।
ফিটনেস ঠিক রাখতে জিমে কাজ করতে গিয়েছিলেন মুশফিক। সেখানে বাম পায়ের হাঁটুতে চোট পান এই ক্রিকেটার। সেই চোট পাওয়া জায়গায় দিতে হয়েছে ছয়টি সেলাই। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বিষয়টি নিশ্চিত করেন।
এই মুহূর্তে মুশফিকের সামনে কোনো খেলা নেই। তবুও নিজের ফিটনেস নিয়ে সচেতন এই ক্রিকেটার। নিজেকে ফিট রাখার তাগিদে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের জিমনেসিয়ামে গিয়েছিলেন তিনি। সেখানে ফিটনেস নিয়ে কাজ করার সময় এক পর্যায়ে দুর্ঘটনাবশত বাম পায়ের নিচে চোট পেয়েছেন মুশফিক।
পরবর্তীতে ছয় সেলাই দেওয়া হয়েছে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের হাঁটুতে। বিসিবির চিকিৎসক কমিটিতে থাকা মনজুর হোসাইন জানিয়েছেন, এই চোট কাটিয়ে উঠতে অন্তত দুই সপ্তাহ বা ১৪ দিন সময় লাগবে মুশফিকের।
সামনের মাসের ১০ অক্টোবর দেশে শুরু হবে জাতীয় লিগ। এর আগেই অবশ্য সুস্থ হয়ে ফিরবেন এই ক্রিকেটার।