বান্দরবান ন্যাইক্ষ্যংছড়ি পাশ্ববর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের চাকমারপাড়া এলাকায় মাইন বিস্ফোরণে অন থোয়াইং তঞ্চংগা নামে এক যুবক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। যমুনা টিভি, ডিবিসি, দেশ রুপান্তর
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩৫ নম্বর পিলারের ১০০ গজের ভিতরে মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত অন থোয়াইংয়ের মা ইয়াং মে চাকমা দাবি করেছেন, মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ছেলের পা উড়ে গেছে।
অন্যদিকে, তুমব্রুর বাসিন্দা মাহামুদুল হাসান জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।