ভারী বর্ষণের ফলে ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে দেয়াল ধসে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার ( ১৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য ৪ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
লক্ষ্ণৌ পুলিশের যুগ্ম কমিশনার (আইন শৃঙ্খলা) পীযূষ মোর্দিয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কিছু শ্রমিক দিলকুশা এলাকায় একটি আর্মি ছিটমহলের বাইরে কুঁড়েঘরে বসবাস করছিলেন। রাতভর প্রবল বৃষ্টির কারণে আর্মি ছিটমহলের সীমানা প্রাচীর ধসে পড়েছে।
তিনি বলেন, খরব পেয়ে আমরা রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। ধ্বংসস্তূপ থেকে নয়টি মৃতদেহ বের করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রবল বৃষ্টির পর আজ ভোর ৪টায় স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
লক্ষ্ণৌতে পুরো একমাসের সমান বৃষ্টি একদিনেই হয়েছে বলে জানিয়েছে প্রদেশটির আবহাওয়া অফিস।গত ২৪ ঘণ্টায় শহরে ১৫৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেপ্টেম্বর মাসে লক্ষ্ণৌতে গড়ে ১৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।