প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনাভাইরাসে আক্রান্ত। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তার করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে।
সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার রাত থেকে সিইসি জ্বরে আক্রান্ত ছিল। অসুস্থ থাকায় বুধবার জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সিইসি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।