বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহ মোয়াজ্জেমের মৃত্যুতে দলের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী ২০০৯ সালে ইন্তেকাল করেছেন।
বিএনপির এই নেতার জানাজার বিষয়ে দল এবং পরিবারের পক্ষ থেকে জানানো হবে। তার বড় ছেলে বর্তমানে আমেরিকা অবস্থান করছেন।