খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে নাছিরপুর খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়েছে। এ কারণে বিপাকে পড়েছেন দুই পারের ৫টি গ্রামের মানুষ। দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে ওই খালের দুই পারের মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল সেতুটি।
স্থানীয়রা জানান, গত রোববার দুপুরে মাছের পোনাবাহী একটি পিকআপ ভ্যান নাছিরপুর খালের সেতুর ওপর ওঠামাত্র ভেঙে পড়ে সেতুটি। পরে খালের দুই পাড়ে বসবাসকারী ৫ গ্রামের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেতুটি ভেঙে পড়ায় প্রায় ২ থেকে ৩ কিলোমিটার বেড়িবাঁধ ঘুরে একপাশ থেকে অন্যপাশে যেতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী ও স্থানীয়দের।
কপিলমুনি ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, স্বল্প ব্যয়ে গ্রামীণ কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ১৯৯৮-৯৯ অর্থবছরে ৭ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে শুরু হওয়া ২০ মিটার দৈর্ঘ্যের ফুট ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয় ২০০০ সালে। তবে গোয়ালবাথান তালতলা এলাকার নাছিরপুর খালের পুরানো ও জরাজীর্ণ এই সেতুটি দিয়ে প্রতিদিন ৫ গ্রামের মানুষ চলাচল করতো। এখন কাঁচা রাস্তা দিয়ে ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, গত রোববার সেতুটি ভেঙে পড়েছে। স্থানীয়দের মাধ্যমে খবরটি শুনেছি। মানুষের চলাচলের জন্য বিকল্প ব্যবস্থায় কাঠের সেতু বানানো হচ্ছে।