গ্রাম বাংলা ডেস্ক:
মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম নগরী ম্যান্ডালেতে মুসলমানদের হত্যা করার হুমকি দিয়ে শত শত বৌদ্ধ আজ শুক্রবার মোটরসাইকেল মিছিল করেছে। এ সময় তারা স্লোগান দেয়, ‘আমরা সব মুসলমানকে হত্যা করব।’ এর ফলে নগরীটিতে নতুন করে মুসলিম নিধন শুরু হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
দুই বছর ধরে মিয়ানমারে মুসলিমবিরোধী সহিংসতা চলছে। ২০১২ সালের জুন থেকে এ পর্যন্ত সহিংসতায় অন্তত ২৪০ জন নিহত এবং এক লাখ ৪০ হাজার বাস্তুচ্যুত হয়েছে। গত সপ্তাহেও নিহত হয়েছে দুজন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
মুসলমানরা মিয়ানমারের জনসংখ্যার ৫ শতাংশ।
শুক্রবার প্রায় ৩০০ বৌদ্ধ মুসলিমবিরোধী মোটরসাইকেল মিছিলে অংশ নেয়। এ সময় তারা ছোরা, লাঠি ও বাঁশের লাঠি দোলায়।
বৃহস্পতিবার মুসলিম মালিকানাধীন একটি চা-দোকানে প্রায় ৩০০ বৌদ্ধ হামলা চালালে নতুন করে সহিংসতা শুরু হয়।
সূত্র : রয়টার্স।