রাতুল মন্ডল
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম
শ্রীপুর অফিস: শুক্রবার(১৫মে) বিকাল ৩টার দিকে জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে বজ্রপাতে নিহতদের পরিচয় পাওয়া গেছে।
নিহতরা হলেন সাহাবুদ্দিন মিয়া(৪০) পিতা আইয়ুব আলী ফকির। গ্রাম নাওরী, থানা ঈশ্বরগঞ্জ জেলা ময়মনসিংহ। নিহত অপর ব্যাক্তি নওশাদ হোসেন(৭৫) পিতা আব্দুল মতিন। গ্রাম বেলদিয়া। থানা শ্রীপুর জেলা গাজীপুর।
স্থানীয় সূত্র জানায়, ধান ক্ষেত্রে কাজ করার সময় বজ্রপাতে একই স্থানে কর্মরত ৮জন আহত হয়। তাদের মধ্যে দুই জন মারা যায়। বাকী ৬জনকে স্থfনীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আঃ মোতালিব গ্রামবাংলানিউজকে জানান, ৫জন লোক মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হওয়ায় তারা সকলেই আহত হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে আনার পথে রাস্তায় মারা যায়।