ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৩৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন ভর্তি হওয়া ৩৪৫ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১১৭ জন।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে এক হাজার ১১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৫৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে নয় হাজার ৯৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন সাত হাজার ৯৪৬ জন। এ ছাড়া ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।