ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে ইন্তাজ আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেল ৫টার দিকে উপজেলার আবাইপুর ইউনিয়নের কুমিরাদহ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মোজাহার শেখের ছেলে। কুমিড়াদহ গ্রামের ইউপি সদস্য রাশিদুল মোল্যা জানান, বিকেলে মাঠে নিজের জমির ধান কাটছিলেন ইন্তাজ আলী। হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে তিনি বাড়ি বাড়ি ফেরার সময় পথে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।