রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় আসরে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেতে নেমেছিল বাংলাদেশ লিজেন্ডস। কানপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাহাদাৎ হোসেন।
ব্যাট করতে নেমে মাত্র ২০ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। নাজমুস সাদাত ৩, নাজিমউদ্দিন ০ ও ৬ রানে ফেরেন তুষার ইমরান।
এরপর আফতাব আহমেদ ১৩ রান করে ফেরেন সাজঘরে। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন দিমান ঘোষ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে অলোক কাপালির ব্যাটে।
শেষ দিকে আবদুর রাজ্জাকের ১৩ রানে ভর করে ১৯.৪ ওভারে ৯৮ রান তুলতে অল-আউট হয় বাংলাদেশ লিজেন্ডস।
উইন্ডিজের পক্ষে ৩ উইকেট নেন ক্রিসমার সান্টোকি। ২টি করে উইকেট নেন সুলাইমান বেন ও ডেভ মোহাম্মেদ। ১ উইকেট নেন মার্লন ব্ল্যাক ও দেবেন্দ্র বিষু।
জবাবে ব্যাট করতে নেমে উইন্ডিজ ওপেনার ডোয়াইন স্মিথ একাই করেন ৫১ (৪২) রান। ডেভ ৫ ও নারসিং ডেওনারাইন ৮ রানে ফিরলেও ডোয়াইন স্মিথ আগলে রাখেন একপ্রান্ত।
এছাড়া ক্রিক এডওয়ার্ডসের ২২ রানে ভর করে ম্যাচ জিতে নেয় ১৫। ২ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে।
বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন আবদুর রাজ্জাক, ডলার মাহমুদ ও অলোক কাপালি।