….. মুন্নি রুনা …..
তুমি এসেছো আমার জীবনে নতুন এক অসাধারণ রুপ নিয়ে।
তোমাকে অনুসরণ করে এগিয়ে যাওয়া,
তোমার কাছ থেকেই জেনেছি মানিয়ে নেওয়া।
তুমি এসেছো আমার জীবনে, নতুন এক বসন্ত নিয়ে।
তোমার স্পর্শতায় সতেজতা পাওয়া,
তোমার স্পর্শহীনতায় নুইয়ে যাওয়া।
তুমি এসেছো আমার জীবনে,
নতুন এক শিশির বিন্দু হয়ে।
ভোরের প্রথম বেলায় পাতার উপর,
ঘাসের উপর তোমার বিচরণ,
অসাধারণ এক রুপ যেন মুক্তার মতন।
তুমি এসেছো আমার জীবনে,
যেনো এক সুকন্ঠস্বরের পাখি হয়ে।
তোমার মধুময় কন্ঠস্বর মোর কর্ণধার ছুঁয়ে যায় সারাক্ষণ,
রাত্রি, দুপুর, সন্ধ্যা, সাঝে তোমার সুর কর্ণে বাজে।
তুমি এসেছো আমার জীবনে,
নতুন এক স্বপ্ন নিয়ে।
আমার স্বপ্ন, কল্পনাতে সর্বক্ষণ থাকো তুমি মিশে,
এখন বলো আমার সুখের কি শেষ আছে।
তুমি যে আমার তা বলতে ভয় কিসের,
আমি আছি থাকবো সব সময় তোমার পাশে। তু
মি এসেছো আমার স্বপ্ন হয়ে,
এখন তুমি আমার স্বপ্নের পৃথিবী হলে।