রাজধানীর মিরপুরের পল্লবীর উত্তর কালশী এলাকায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে চঞ্চল নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান চঞ্চল মিরপুরের বঙ্গবন্ধু কলেজের ছাত্র ছিলেন। তিনি উত্তর কালশীর হারেস আলীর ছেলে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে পল্লবী এলাকায় জইন উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের লোকজনের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের মধ্যে পড়ে ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন চঞ্চল। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।