গ্যাসের মূল্য হ্রাস

Slider অর্থ ও বাণিজ্য


যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক প্রাকৃতিক গ্যাসের (এনজি) ভবিষ্যত সরবরাহ মূল্য ৪ শতাংশেরও বেশি কমেছে। সাপ্তাহিক ভিত্তিতে ২ মাসের মধ্যে যা সর্বনিম্ন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, নর্ড স্ট্রিম পাইপলাইন ১ দিয়ে আবারও ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করতে পারে রাশিয়া। এতে ইউরো অঞ্চলে জ্বালানি পণ্যটির দাম কমার আশঙ্কা করা হচ্ছে। এমন আভাসে মার্কিন এনজির দরপতন হয়েছে।

গত শুক্রবার ইউএস প্রাকৃতিক গ্যাসের অক্টোবরের সরবরাহ মূল্য ৩৭ দশমিক ৭ সেন্ট বা ৪ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমবিটিইউ) বিক্রি হয়েছে ৮ দশমিক ৮৯ ডলারে।

চলতি সপ্তাহে সামনের মাসে এনজির চুক্তি মূল্য কমেছে ৪ দশমিক ৪ শতাংশ। সাপ্তাহিক ভিত্তিতে গত ১ জুলাইয়ের পর যা সর্বনিম্ন।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে কনসাল্টেন্সি ফার্ম রিট্টারবুশ অ্যান্ড অ্যাসোসিয়েটস জানিয়েছে, এ সপ্তাহের বেশিরভাগ সময় ইউরোপীয় মূল্যের পরিবর্তন অনুসরণ করে চলেছে মার্কিন গ্যাস বাজার। ইউরোপজুড়ে দর কমার আশঙ্কা গ্যাস বিক্রির ক্ষেত্রে মার্কিনিদের নতুন করে ভাবাচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *