দিনাজপুরের খানসামা উপজেলায় সমাবেশ শেষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছাত্রদল নেতা নূর আলম ও স্বেচ্ছাসেবক নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে খানসামা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশ কয়েক হাজার নেতাকর্মীর অংশ নেন। এ সময় সমাবেশ শেষে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আখতারুজ্জামান মিয়া ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিল্পপতি হাফিজুর রহমানের সমর্থকদের মধ্যে প্রথমে তর্কবিতর্ক হয়। পরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, আজ শনিবার সন্ধ্যায় তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকজন আহত হয়েছে জেনেছি। এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।