রাজধানীর পল্লবী থানার ৯ নম্বর সড়কের একটি বাসায় ঢুকে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বুত্তরা। বুধবার দুপুরে পল্লবীর ৯ নম্বর সড়কের ২০ নম্বর বাসার পঞ্চম তলায় এই খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন আমিনুল ইসলাম (৪০) ও সুইটি খাতুন (২৫)। সুইটি খাতুনের স্বামী জাহিদ হোসেন ডেসকোর একজন প্রকৌশলী। আর নিহত আমিনুল ইসলাম জাহিদের মামা। পল্লবী থানার ওসি সৈয়দ জিয়াউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বাড়ির সামনে এসে আত্মীয় পরিচয় দিয়ে ভেতরে ঢোকে। সুইটি দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে। তার মামা-শ্বশুড় আমিনুল বাধা দিতে গেলে তাকেও কোপানো হয়। চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা এর আগে জাহিদের পরিবারকে কয়েক দফা হুমকি দিয়েছিল বলে জানা গেছে।