শিক্ষার্থীদের কোচিংয়ের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, একই সঙ্গে অনেক শিক্ষার্থীকে নিয়ে শ্রেণিকক্ষে পাঠদান জটিল হয়ে পড়ে। এ জন্য সরকার নতুন করে আইন করেছে, শিক্ষকরা কোচিং করাবেন প্রতিষ্ঠানভিত্তিক।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, খোঁজ নিয়ে দেখা গেছে, একজন শিক্ষক তার শ্রেণিকক্ষে সবাইকে একসঙ্গে পাঠদান করাতে পারছেন না। এতে সবার মনোযোগ দিতেও সমস্যা হয়। তাই এখন থেকে সব শিক্ষার্থীকে নিয়ে প্রতিষ্ঠানেই কোচিং করাতে হবে। তবে তা কোনো অবস্থায়ই নিজ প্রতিষ্ঠানের শিক্ষক বাড়িতে গিয়ে নয়।
এ সময় টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, বিসিবির কাউন্সিলর জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ রায়, প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান শাহাবউদ্দিন অনু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।
প্রসঙ্গত, বিসিবি কাউন্সিলর টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৪টি দল অংশ নিয়েছে। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করেছে চাঁদপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন।
এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব আয়োজিত মেলায় যোগ দেন। পরে এতে অংশ নেয়া প্রতিভাবান খুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী ঘুরে ঘুরে দেখেন তিনি। সবশেষে সেরা শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন।