দেশের ৫টি মডেল কলেজের মধ্যে তৃতীয় স্থানে উত্তর বাংলা কলেজ

Slider রংপুর

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ প্যরফরম্যন্স র‌্যাংকিং ২০১৭-এ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তরবাংলা কলেজ বেসরকারি কলেজের মধ্যে রংপুর বিভাগে সেরা স্থান ঘোষণা করা হয়েছে।

সারা দেশে ৫টি মডেল কলেজের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান উত্তরবাংলা কলেজের।

শনিবার (২ মার্চ) সকালে ঢাকার সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উত্তরবাংলা কলেজের অধ্যক্ষ

এএসএম মনওয়ারুল ইসলামের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইন।

সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর রশীদ।

কলেজগুলোর দেয়া তথ্যের ভিত্তিতে এই র‌্যাংকিং করা হয়েছিল মর্মে এক প্রশ্নের জবাবে উত্তরবাংলা কলেজের অধ্যক্ষ এএসএম মনওয়ারুল ইসলাম জানান, শুধু স্ব-মূল্যায়ন তা বলা যাবে না।

র‌্যাংকিং বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি-বেসরকারি কলেজের কার্যক্রম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তত্বাবধান ও পরিদর্শন করে থাকেন।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত সরকারি ও বেসরকারি কলেজসমূহের মধ্যে প্যরফরমেন্স র‌্যাংকিং-এ উত্তরবাংলা কলেজ বংপুর বিভাগে ষষ্ঠ স্থানে ছিল।
২০১৬ সালে ৫ম ও ২০১৭ সালে ৪র্থ স্থান ঘোষনা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *