“ইশরাত জাহান ইভা”
লেখক: মোঃ আসিফ আহম্মেদ
সমাজের মিথ্যে লোহার কপাট
তুমিই তো পারো দিতে ভেঙ্গে ।
নিজ স্বাধীনতায় চলতে পারো
আগাতে পারো পাহাড় ডেঙ্গে ।
মন্দ লোকের কত গন্ধ কথায়
তুমি থেকোনা কভু কান পেতে ।
সেরাদের সেরা হতে তোমার
অনেক পথ এখনো বাকি যেতে ।
নানান বাহানায় তোমায় যদি
পড়াতে চায় কেউ হাতকড়া ।
তুমি থেকোনা চুপ কিংবা নিরব
তোমার নেই পায়ে শিকল পরা ।
তোমার স্বপ্ন তোমার হাতে আজ
পূরণ করতে হবেনা তুমি অতিষ্ট ।
হাজারো কুটি সমস্যা দুর ঠেলে
মলিন হাসিটা ধরে রেখো স্পষ্ট ।
নিজের উদ্যোগে দেখিয়ে দাও
তোমার কাছে যত আছে প্রতিভা ।
তুমিই বীর কন্যা সাহসী একজন
প্রতিভাময়ী ইশরাত জাহান ইভা ।