ঢাকা: ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশের হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি বাংলাদেশের ব্লগার ও লেখকদের ওপর একের পর এক হামলার ঘটনাকেও নিন্দা জানায় দেশটি।
মঙ্গলবার (১২ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত সহকারী মুখপাত্র জেফ রাতকি এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানান।
তিনি বলেন, আমরা আশা করি বাংলাদেশি কর্তৃপক্ষ অপরাধীদের খুঁজে বের করে ন্যায়বিচার নিশ্চিত করবে।
পাশাপাশি সব বাংলাদেশি যেন ভয়ভীতিহীন পরিবেশে স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারে তা নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মুখপাত্র জেফ রাতকি বলেন, এ হত্যার ঘটনায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে তারা অবগত আছেন।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর সুবিদবাজার বন কলাপাড়ার পুকুরপাড় এলাকায় ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।