ঢাকা: নেপালে ভূমিকম্পে দুর্গতদের ত্রাণবাহী একটি মার্কিন মেরিন হেলিকপ্টার ৬ জন মার্কিন ও ২ জন নেপালি সেনাসহ নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (১২ মে) নেপালের চারিকট এলাকায় নিখোঁজ হয়ে যায় মেরিন হেলিকপ্টার ইউএইচ-১ ওয়াই ভেনোম। মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ক্রিস সিমসের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।
এ ঘটনায় অপর তিনটি মার্কিন হেলিকপ্টারের ৯০ মিনিটের অনুসন্ধানেও খোঁজ মেলেনি নিখোঁজ হেলিকপ্টারটির। তবে, নেপালি সেনাবাহিনী অনুসন্ধান অব্যাহত রেখেছে বলে জানা যায়।
পেন্টাগনের এক মুখপাত্র স্টিভ ওয়ারেনের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানায়, যোগাযোগ হারানোর আগে হেলিকপ্টারটি জ্বালানি সঙ্কটের ব্যাপারে জানিয়েছিল। পার্বত্য অঞ্চলে নিখোঁজ হেলিকপ্টার থেকে রেডিও ট্রান্সমিশনস পাওয়ার সম্ভাবনা কম বলে জানান তিনি।