নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

Slider রাজনীতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি’র সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম শাওন (২৫)। তিনি যুবদল কর্মী বলে জানা গেছে।

শাওনের মৃত্যুর বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

তিনি জানান, শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তিনি ফতুল্লা থানা যুবদলের কর্মী ছিলেন। এছাড়া, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যা নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন তিনি।

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে দলের র‍্যালিতে পুলিশের বাধার পর সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ারসেল ও গুলি চালায়। এতে শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধসহ আহত হন। আহত শাওনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন বিপুল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শাওনের বুকে একটি গুলির চিহ্ন রয়েছে।

এদিকে সংঘর্ষে আহত হয়েছেন জেলা ছাত্রদল সহ-সভাপতি সাগর সিদ্দিকী, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা সুলতান, বিএনপি নেতা কবীর শেখ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেক হোসেন, জেলা যুবদলের সদস্য সদচিব মশিউর রহমান রনি, ফরিদ হোসেন সিকদার, এডভোকেট শাখাওয়াত হোসেন সহ শতাধিক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *