রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ের ৮ম তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টায় ভবনটিতে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ।
তিনি জানান, রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন ভবনের ৮ম তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জানা যায়, ডিএনসিসির ৮ তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রোল রুম থেকে শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
সিলিং এর খুব সামান্য অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোয়াচ্ছন্ন হয়ে আছে। তবে ৮ তলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোয়া বাইরে বের করার কাজ চলছে।
ফায়ার সার্ভিসের একটি টিম উপরে রয়েছে, তারা আগুনের সঠিক উৎস খুজে বের করতে চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত বিশেষ কোন ক্ষতি হয়নি।