ট্রাক ভাড়া বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে ট্রাক মালিক সমিতি
জ্বালানি তেলের মূল্যে বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ট্রাকের ভাড়া বৃদ্ধির দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে ট্রাক মালিক সমিতি বাঘাবাড়িঘাট মালিক শ্রমিকরা।
রোববার (২৮ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি কর্মসূচির আহবান করে বাঘাবাড়ি বন্দরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি। ফলে রোববার থেকে বন্ধ রয়েছে বাঘাবাড়ি বন্দর থেকে ট্রাক যোগে সব ধরনের পণ্য পরিবহন। সেই সঙ্গে বন্ধ রয়েছে বন্দরের জাহাজ থেকে পণ্য উঠা নামার কাজ। এ বন্দর থেকে ১৬ জেলার সার, চাউল, কয়লাসহ বিভিন্ন পণ্য। তবে পণ্যবাহী ট্রাক বন্ধ থাকলেও চলছে তেলবাহী ট্যাংক-লরি।
মালিক সমিতির নেতারা বলছে জ্বালানি তেলের মূল্যে বৃদ্ধি পেলেও বাড়ানো হয়নি কাঙ্ক্ষিত ট্রাকের ভাড়া। সেই সঙ্গে রয়েছে ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির দালালদের নৈরাজ্য। তেলের মূল্যের সঙ্গে সমন্বয় করে ট্রাকের ভাড়া বৃদ্ধি এবং দালাল দৌরাত্ব্য কমানোর দাবিতে তাদের এ ধর্মঘট। ভাড়া বৃদ্ধি না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট চলবে।