টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিএনপির বিক্ষোভ-সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় উভয়পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়েছে।
রোববার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চারান বাজার ও এর আশপাশের কয়েকটি স্থানে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। কিন্তু উপজেলা ছাত্রলীগ ওই সমাবেশে বাধা দেয়। পরে নেতাকর্মীরা উপজেলার চারান এলাকায় গিয়ে সমাবেশ শুরু করেন। এ সময় সমাবেশের শেষ পর্যায়ে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগের সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় উভয়পক্ষের প্রায় ১৫ নেতাকর্মী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম অহ্বায়ক হাসানুজ্জামান শাহিন ও ফরহাদ ইকবাল।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।