ডিজেলে কর প্রত্যাহার, কমল আমদানি শুল্কও

Slider অর্থ ও বাণিজ্য


ডিজেলের আগাম কর প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে জ্বালানি পণ্যটির আমদানি শুল্ক ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে ডিজেল আমদানিতে ৩৪ শতাংশ শুল্ক ছিল। সেটা এখন কমে ২৯ শতাংশ হলো। ফলে বাজারে ডিজেলের দাম কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত হ্রাসকৃত এ শুল্ক হারে ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান।

গত ৫ আগস্ট প্রতি লিটার ডিজেলের দাম ১১৪ টাকা নির্ধারণ করে সরকার। এক লাফে জ্বালানি পণ্যটির মূল্যবৃদ্ধি পায় ৩৪ টাকা। এতে পরিবহন, কৃষি ও শিল্পসহ সব সেক্টরে খরচ বেড়েছে। জনজীবনে যার নেতিবাচক প্রভাব পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *