গাজীপুরঃ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা এ.কে.এম লুৎফর রহমান পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২২৮ তম সিন্ডিকেট সভায় এই ডিগ্রির অনুমোদন দেয়া হয়। তাঁর গবেষণার শিরোনাম ছিল
“প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ইসলামের ভূমিকাঃ পরিপ্রেক্ষিত বাংলাদেশ।”
ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন বিভাগের অধ্যাপক ড.সাইফুল ইসলাম ছিদ্দিকী স্যারের তত্ত্বাবধানে উক্ত গবেষণা কর্মের পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ এবং সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে.এম. সাইফুল ইসলাম খান।
কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী ছাত্র এ.কে.এম লুৎফর রহমান শিক্ষা জীবনের সকল ক্ষেত্রেই কৃতিত্ত্বের স্বাক্ষর রাখেন। ইতোমধ্যে স্বীকৃত জার্নালে তার ১১টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
এ.কে.এম লুৎফর রহমান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের ‘সুবাদার মেজর এম.এ ছামাদ ও মিসেস জহুরা খাতুনের সন্তান। তার বড় ভাই এডভোকেট এ.কে.এম আঃ হাই স্বপন গাজীপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবি ও মেঝো ভাই ড. এ.কে.এম রিপন আনসারী গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।