গাজীপুর: হরতালে সাংবাদিক বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচূরের ঘটনায় দায়েরকৃত মামলায় গাসিক মেয়র সহ ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহন করেছে আদালত।
মঙ্গলবার(১২ মে) বেলা সাড়ে ১২টায় গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা খানম ওই অভিযোগপত্র গ্রহন করেন।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২৭ ডিসেম্বর হরতাল চলাকালে গাজীপুরের বড় বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রোবাসে হরতাল সমর্থকেরা হামলা ও ভাঙচূর চালায়। ওই ঘটনায় স্থানীয় সাংবাদিক এম এ ফরিদ বাদী হয়ে জয়দেবপুর থানায় ৩৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ৪৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মঙ্গলবার শুনানী শেষে আদালত অভিযোগপত্র গ্রহন করেন।
১১ ফেব্রুয়ারী ঢাকার বাসা থেকে গাসিক মেয়র অধ্যাপক এম মান্নানকে গ্রেফতার করে গাজীপুর পুলিশ। তারপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে মেয়র কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে। এর মধ্যে এই প্রথম একটি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীতি হল।